অধ্যক্ষ মহোদয়ের বাণী

হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ:) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পূণ্যভূমি সিলেটের প্রবাসী অধ্যুষিত একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে বিশ্বনাথ । এ সমৃদ্ধ উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ‘বিশ্বনাথ কলেজ’ প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।

তথ্য প্রযুক্তির এ যুগে কলেজের একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। কলেজটির যাবতীয় তথ্য এ ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে। এর ফলে সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও বিজ্ঞ শিক্ষকগণকে সত্ত্বর সেবা প্রদান এবং তথ্য যাচাই সম্ভব হবে।

ওয়েবসাইটি খোলার সাথে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মানিক মিয়া সহ সম্পৃক্ত সকল সহকর্মীকে জানাই আন্তÍরিক অভিনন্দন।

 

 

 

প্রফেসর এএসএম একে সাব্রী সাবেরীন
(বিসিএস : শিক্ষা)
অধ্যক্ষ
বিশ্বনাথ সরকারি কলেজ
সিলেট।