অধ্যক্ষের কিছু কথা

সিলেট বাংলাদেশের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী জনপদ। প্রাচীন, মধ্য, ব্রিটিশ, পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ পর্যন্ত নানান ঘাত, প্রতিঘাত এবং অভিঘাতের মধ্য দিয়ে হরিকেল-শ্রিহট্ট-সিলেট নামকরণের পথপরিক্রমা পাড়ি দিয়েছে এই জনপদটি । মহাকালের অংশিতে সে পরিণত হয়েছে কালে কালে এবং ঋদ্ধ হয়েছে প্রতিবার। চন্দ্র-সেন-দেব রাজবংশের শাসন পাড়ি দিয়ে হযরত শাহ জ্বালাল (রঃ)- এর সময়ে এখানে এক সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়। সিলেটের এই ঐতিহাসিক গর্ভধারনের ফলাফল পাই দেশ ভাগের সময়। ইতিহাস বলে, এখানকার মানুষের ঐতিহাসিক ভোটের মাধ্যমে সিলেট আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ায়।

অতীত প্রত্যুষের অগণিত মানুষের ইচ্ছার ফলবান বৃক্ষ নামক প্রিরামিডে আজ আমরা দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি তারই বিশ্বনাথে। জমিদার বিশ্বনাথ চৌধুরীর বাজার আজ এক মহীরুহ। এখানকার ৪টি কলেজ, ৩০টি উচ্চবিদ্যালয়, ১৫১টি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথকে মহীরুহতেই পরিণত করেছে।এর মধ্যে বটবৃক্ষ হয়ে আলো ছড়িয়ে যাচ্ছে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ কলেজটি।২০১৮ সালে কলেজটি সরকারীকরণের আওতায় এসে ‘বিশ্বনাথ সরকারি কলেজ’ নামে প্রতিষ্ঠা পায়। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রী স্তরে বিএ ও বিএসএস পর্যায়ে শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। কলেজটির অবকাঠামোগত উন্নতির অনেক সুযোগ অতীতে হয়তো ছিল এবং এখন তা আরও উন্মুক্ত।

আমরা এখন আর তথ্য প্রযুক্তির কথা অস্বীকার করতে পারি না। সরকারের নির্দেশনা মতে প্রতিটি কলেজে তার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। এতে করে সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিরাসহ পৃথিবীর যে কোন দিগন্ত থেকে আমাদের কলেজটির ছবি ভেসে উঠবে অনুসন্ধানী আকাঙ্ক্ষিত চোখে। অধিকন্তু এখান থেকে সংশ্লিষ্ট জনগণ, অভিভাবক শ্রেণী এবং শিক্ষার্থীরা তাদের তথ্য সংগ্রহ করবেন অনায়াসে।তাদের সময় যেমন বাঁচবে, তেমনি কাজের গতিও থাকবে সাগরে ছুটে চলা ছোট ছোট নদীর মত উচ্ছল, সাবলীল।

কলেজটি সম্পর্কে মন্তব্য করার জন্য এ ওয়েবসাইটটিতে ব্যাবস্থা রাখাও প্রয়োজন। নইলে তা তরঙ্গহীন পুকুরে পরিণত হতে বাধ্য। এ ছাড়া প্রত্যেক শিক্ষক, কর্মচারীর তথ্যাবলীরও সন্নিবেশিত হবার সুযোগ রয়েছে। বিশ্বনাথের ইতিহাস এবং ঐতিহ্য সংযুক্ত করে প্রকাশ করা হলে তা আরও চেতনধর্মী প্লাটফর্মে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।
কলেজটির প্রতিষ্ঠাতা কর্তাদের প্রতি আমি বিনয়াবনত। এ ছাড়া যারাই এর উন্নতির জন্য চেষ্টা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা আমার রইলো। ভবিষ্যতে যারা কলেজটির উন্নয়নের জন্য স্বার্থহীন চিন্তা করবেন তাদের জন্য আমরা উদ্বাহু।

অধ্যক্ষ
প্রফেসর মো হাবিবুল্লাহ ( ০৬৪৯৫ )
বিশ্বনাথা সরকারি কলেজ, বিশ্বনাথ
সিলেট